বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩

বিজিএমইএ ইউনিভার্সিটি অফ ফ্যাশন এন্ড টেকনোলজিতে, দেশের স্বনামধন্য অর্ধশতাধিক কোম্পানির উপস্থিতিতে আগামী ১৩ই মে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩’। উক্ত চাকরি মেলার মূল আয়োজক বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব। সহযোগিতায় রয়েছে এক্সিলেন্স বাংলাদেশ। ‘বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৩’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাওয়া এই চাকরি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই এর বর্তমান প্রেসিডেন্ট মো. জসীম উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট এবং বিইউএফটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শফিউল ইসলাম মহিউদ্দিন এম.পি।

‘বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩’ এ অংশ নিচ্ছে অর্ধশতাধিকেরও বেশি কোম্পানি। এদের মধ্যে বেশিরভাগই দেশের প্রথমসারীর পোশাক রপ্তানিকারক প্রতিষ্ঠান। উক্ত চাকরি মেলায় পোশাক শিল্পের সাথে জড়িত প্রতিষ্ঠানের আধিক্য দেখা গেলেও, চাকরি মেলায় আরও অংশ নিচ্ছে দেশের অন্যতম সর্ববৃহৎ এফএমসিজি প্রতিষ্ঠান প্রাণ-আরএফএল গ্রুপ। থাকছে যমুনা গ্রুপ, মেঘনা গ্রুপসহ স্বনামধন্য সব প্রতিষ্ঠান।

বিইউএফটি বাংলাদেশের প্রথম সারীর ফ্যাশন এন্ড টেকনোলজি ভিত্তিক ইউনিভার্সিটি হলেও এতে আছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, আছে বিবিএ, ইংরেজিসহ আরও অন্যান্য ডিপার্টমেন্ট। বিইউএফটি জাতীয় চাকরি মেলা ২০২৩ নিয়ে ‘বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাব’ এর প্রেসিডেন্ট নাহিদ আহসানের কাছে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ে টেক্সটাইল & ফ্যাশন টেকনলোজির শিক্ষার্থীর আধিক্য থাকলেও, বর্তমানে সেসব ডিপার্টমেন্ট এর পাশাপাশি ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, বিবিএ, ইংরেজিসহ অন্যান্য বিভাগের শিক্ষার্থীরাও গ্র‍্যাজ্যুয়েট হবার পর মার্কেটে বেশ ভালো করছে। তাই প্রথমবারের মতো আমরা উদ্যোগ নিলাম, আরএমজি ইন্ডাস্ট্রির বাহিরেও আমরা বিভিন্ন বিভাগের কোম্পানিগুলোকে আমন্ত্রণ জানাবো। সবথেকে সুন্দর বিষয় হলো, আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ইতিমধ্যে দেশসেরা অনেক কোম্পানি উক্ত চাকরি মেলায় অংশ নিচ্ছে।’

আগামী ১৩ই মে বিইউএফটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই চাকরি মেলায় অংশ নিতে পারবে দেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমনকি যেকোনো বর্ষের শিক্ষার্থীরাও এখানে অংশ নিতে পারবে। প্রথম থেকে তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য সুযোগ আছে ফ্রি সিভি চেক করিয়ে নেয়ার, মক ইন্টার্ভিউ দেয়ার, ওয়ার্কশপ জয়েন করাসহ আরও নানা কিছু। শেষ বর্ষের শিক্ষার্থীদের জন্য থাকছে ইন্টার্নশিপ এর সুযোগ। থাকছে পার্ট-টাইম জব, ফুল-টাইম জবসহ নানা সুযোগ। উক্ত চাকরি মেলায় আরও অংশ নিচ্ছে বেশ কিছু স্বনামধন্য হায়্যার এডুকেশনাল কন্সালটেন্সি ফার্ম, ক্যারিয়ার কন্সাল্টেন্সি ফার্ম। এতে করে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা, ক্যারিয়ার নিয়েও ফ্রি তে অনেক কিছু জানার সুযোগ পাবে। চাকরি মেলা নিয়ে বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের এডভাইজর, এসিস্ট্যান্ট প্রফেসর মনিরুজ্জামান রাসেল বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই চাকরি মেলা হতে যাচ্ছে ভীষণ গুরুত্বপূর্ণ এবং উপকারী। গ্র‍্যাজুয়েট শিক্ষার্থীদের পাশাপাশি যেকোনো বর্ষের শিক্ষার্থীদের জন্যও এটা ভীষণ সময়োপযোগী উদ্যোগ। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপকৃত হোক, এটাই চাওয়া।’ এছাড়াও বিইউএফটি ক্যারিয়ার ডেভেলপমেন্ট ক্লাবের ডেপুটি এডভাইজর, রইস উদ্দিন মাহমুদ জানান, ‘শিক্ষার্থীদের উচিত এধরনের আয়োজনগুলোতে বেশি বেশি অংশ নেয়া। একাডেমিক পড়াশোনার পাশাপাশি এসব সুন্দর আয়োজনে অংশ নিলে ইন্ডাস্ট্রি সম্পর্কে জানা যায় অনেক কিছু। আশা করি আমাদের এই উদ্যোগ সবার জন্যই বেশ সহায়ক হবে। দেশের স্বনামধন্য কোম্পানিগুলোকেও ধন্যবাদ আমাদের এমন আয়োজনের আমন্ত্রনে সাড়া দেয়ার জন্য।’

‘বিইউএফটি ন্যাশনাল ক্যারিয়ার ফেস্ট ২০২৩’ শিরোনামে অনুষ্ঠিত হতে যাওয়া এই চাকরি মেলায় কো-পাওয়ার্ড বাই হিসেবে থাকছে দেশের স্বনামধন্য ব্র‍্যান্ড ‘ফিওনা’, স্ট্রাটেজিক পার্টনার হিসেবে থাকছে ‘বিইউএফটি এলাম্নাই এসোসিয়েশন’, কর্পোরেট এঙ্গেজমেন্ট পার্টনার হিসেবে থাকছে ‘বাংলাদেশ সোসাইটি ফর এপারেল এইচআর প্রফেশনালস’, আউটরীচ পার্টনার হিসেবে থাকছে ‘বাংলাদেশ আরএমজি প্রফেশনাল এফএনএফ ফাউন্ডেশন’, স্ন্যাক্স পার্টনার ‘অল-টাইম’, বেভারেজ পার্টনার ‘প্রাণ গ্রুপ’, নলেজ পার্টনার ‘টেক্সটাইল টুডে’, ম্যাগাজিন পার্টনার ‘টেক্সটাইল ফোকাস’, মিডিয়া পার্টনার হিসেবে থাকছে ‘সময় টেলিভিশন’ ও ‘একাত্তর টিভি’, অনলাইন মিডিয়া পার্টনার ‘জাগোনিউজ’ এবং ‘বাংলামেড নিউজ’, প্রিন্ট মিডিয়া পার্টনার ‘দৈনিক ইত্তেফাক’। এছাড়াও আরও অনেক প্রতিষ্ঠান থাকছে বিভিন্ন সহযোগিতায়

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *


Scroll to Top